দেখতে দেখতে ৩৭টা বসন্ত পার। দীপিকা পাড়ুকোনের আজ জন্মদিন। এক কথায় বলিউডের স্টাইল ডিভা তিনি।
ক্রমশ আরও বেশি গ্ল্যামারাস যেমন হচ্ছেন, ঠিক তেমনই অভিনয়ের দক্ষতাও বাড়ছে দীপিকার। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর দীপিকা কাটিয়ে ফেললেন বলিউডে। শুরুটা সেই, ২০০৭ এর ওম শান্তি ওম থেকে। এর পর লাভ আজ কাল, চেন্নাই এক্সপ্রেস, ককটেল, পিকু, বাজিরাও মস্তানি, ছপক, রামলীলা, পদ্মাবত, গ্যাহেরাইয়া, একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন দীপিকা, পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবের বিচারকের আসন থেকে কাতার বিশকাপের মঞ্চ মাতানো, দীপিকার মুকুটে জুড়েছে নতুন নতুন পালক।
ভিন ডিজেলের ছবি দিয়ে হলিউডে পা রাখাও হয়ে গিয়েছে তাঁর। সম্প্রতি শাহরুখ খানের পাঠান ছবিতে একটি গানের দৃশ্যে গেরুয়া বিকিনিতে দেখা গেছে দীপিকাকে, ছবি মুক্তির আগেই দেশজুড়ে বিতর্ক তাই নিয়ে।