রোহিত শেট্টির জনপ্রিয় কপ ইউনিভার্সের নতুন ছবি 'সিংঘম এগেন'-এ অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবিতে তাঁর চরিত্রের নাম 'শক্তি শেট্টি'। সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ করেছেন স্বয়ং অভিনেত্রী। দুটি ছবি দীপিকা শেয়ার করেছেন তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুটিতেই তিনি পরে আছেন পুলিশের ইউনিফর্ম। প্রচুর সেলিব্রিটি সেই ছবিগুলিতে রিয়্যাক্ট করেছেন। দীপিকা ক্যাপশনে লেখেন- 'এবার আসছে শক্তি শেট্টি! সিংঘম এগেইন'!
শুধু দীপিকাই নন। এই ফার্স্ট লুক শেয়ার করেছেন রণবীর সিং-ও। জানা গিয়েছে, ছবিটিতে দীপিকার একটি এক্সটেন্ডের ক্যামিও চরিত্র আছে। যার জন্য তাঁকে অন্তত ৩৫-৪০ দিন শুট করতে হবে।
সূত্রের খবর, এই চরিত্রটি সাধারণ ক্যামিও চরিত্রের থেকে অনেকটাই বড় এবং গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে রোহিত শেট্টির 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন।