খুব শিগগির তাঁদের কোল আলো করে আসবে সন্তান। তার ওপর এ বছরেই তাঁদের প্রথম ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra)-এর মুক্তি। সব মিলিয়ে একটানা পেজ থ্রি-র শিরোনামে রণবীর কাপুর-আলিয়া ভাট (Ranbir Kapoor-Alia Bhatt)। কিন্তু, এবার তাঁদের সঙ্গে যুক্ত হল আরও একটা নাম, দীপিকা পাড়ুকোন। অয়ন মুখার্জি (Ayan Mukhopadhyay) পরিচালিত ব্রহ্মাস্ত্র-২ এ রণবীর-আলিয়ার সঙ্গে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও (Deepika Padukone)।
ইতিমধ্যে শোনা যাচ্ছে ব্রহ্মাস্ত্রের প্রথম পর্বেও নাকি অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দীপিকাকে। যেখান থেকে শুরু দ্বিতীয় পর্বের গল্প। একসময় 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'তামাসা'-র মতো ছবিতে রণবীর-দীপিকার রসায়ন বহুচর্চিত ছিল। আর তাঁদের একসময়ের অফস্ক্রিন কেমিস্ট্রির কথা তো সকলের-ই জানা।
এখন অবশ্য সে সব পেরিয়ে রণবীর-দীপিকা বেশ ভাল বন্ধু।
Bhupinder Singh Passes Away: 'নাম গুম যায়েগা', প্রয়াত সংগীত শিল্পী ভূপিন্দর সিং
রবিবার মুক্তি পেল তাঁদের প্রথম ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) প্রথম গান ‘কেশরিয়া’ (Kesariya)। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া এবং মালয়ালাম ভাষায় সামনে মুক্তি পেয়েছে গানখানা।
এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-র ‘কেশারিয়া’ গানের এক ঝলক পেয়েছিল দর্শকরা। তখন থেকেই এটা নিয়ে চর্চা। প্রীতমের সুর করা এই গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আর অরিজিতের গান মানেই হিট! কেশরিয়াও ব্যতিক্রম নয়, চড়চড়িয়ে বাড়ছে গানের ভিউ।