বলিউডের অন্যতম চর্চিত কাপল তাঁরা। দাম্পত্য নিয়ে টিপস তো তাঁরাই দেবেন। বলছি দীপিকা পাড়ুকোন, রণভির সিং-এর কথা। সম্প্রতি টাইমস ম্যাগাজিনের কভার স্টোরি দীপিকাকে নিয়েই। সাক্ষাৎকারে এই সময়ের দাম্পত্য নিয়ে কথা বলেছেন দীপিকা।
ধৈর্য বাড়াতে হবে, সফল দাম্পত্য নিয়ে টিপস দিচ্ছেন দীপিকা, আগেকার প্রজন্মের দাম্পত্যে দু'জনেরই ধৈর্য অনেক বেশি ছিল, তা থেকে শেখা দরকার, মত প্রকাশ কন্যার। আমাদের মানতে হবে, বাস্তবে সম্পর্ক সিনেমার মতো হয়না, পরামর্শ দীপিকার।
রণভিরের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন দীপিকা, জানিয়েছেন, সম্পর্কের গভীরতা এতটাই, যে স্বামীর কাছে একেবারে নিশ্চিন্তে নিজেকে মেলে ধরেন। নিজের মনের মানুষের কাছে নিজের সব দুঃখ আনন্দ ভালবাসা সবটা তিনি উজার করে দেন, তাঁকে জাজ করা হবে, এমন কোনও দুশ্চিন্তাই থাকেনা।