ভারতীয় সেনাকে (Indian Soldier) নিয়ে সিনেমা তৈরি করতে চেয়েছিলেন চলচ্চিত্র পরিচালক ওনির (Onir) । চিত্রনাট্যও তৈরি । কিন্তু শেষ পর্যন্ত সেই ছবির পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে হচ্ছে তাঁকে । কারণ, তাঁর গল্পের কেন্দ্রে ভারতীয় সেনা আধিকারিক একজন সমকামী (Gay) । প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) তরফে এমন ছবি তৈরির অনুমতি দেওয়া হয়নি ।
পুরনো ছবি ‘আই অ্যাম’ সিক্যুয়েল হিসাবে 'ইউ আর' ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন ওনির । মেজর জে সুরেশের জীবন কাহিনি অবলম্বনে লিখেছেন চিত্রনাট্য । তিনি একজন সমকামী । কিন্তু, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই ছবি বাতিল করে দেওয়া হয়েছে । সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ওনির জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী, কোনও চিত্রনাট্যে যদি ভারতীয় সেনার অনুষঙ্গ থাকে, তবে প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে অনুমতি চেয়ে নিতে হয় । সেইমতো, তিনিও অনুমতি চেয়েছিলেন । কিন্তু, বুধবার মন্ত্রকের তরফে তাঁর কাছে আসা মেইলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই চিত্রনাট্যটি নিয়ে তারা সিনেমা বানানোর অনুমতি দিতে পারছে না ।
আরও পড়ুন, Netaji on screen: সুভাষময় বঙ্গ জীবন! বাঙালির প্রেমে এবং ফ্রেমে, নানা রঙে নেতাজি
ওনিরের কথায়, এই চিত্রনাট্যে কোথাও ভারতীয় সেনাকে অপমান করা হয়নি । ওনির এই বিষয়ে একটি টুইট করে লিখেছেন, ‘কারও যৌন পরিচয় তাঁর কর্মদক্ষতাকে নির্ধারণ করতে পারে না।’ টিভিতে এক সমকামী প্রাক্তন মেজরের সাক্ষাৎকার দেখে ওনিরের মাথায় এমন গল্প লেখার পরিকল্পনা আসে ।