বলিউডের হাইভোল্টেজ বিয়ে, তাই আয়োজনও এলাহি। মঙ্গলবার জয়সাল্মিরের সূর্যগড় প্যালেসে বসছে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের বাসর (Sidharth Malhotra-Kiara Advani Wedding)। ইতিমধ্যে রাজধানী থেকে বিবাহ বাসরে পৌঁছে গেল বিশাল ব্যান্ড পার্টি। সব মিলিয়ে রাজকীয় ব্যবস্থা।
মাথায় ফুলের ঝালর নিয়ে বিশাল ব্যান্ড পার্টি মঙ্গলবার দুপুরে প্রবেশ করল সূর্যগড়ের রাজপ্রাসাদে।
New Serial-Balijhor: জায়েন্ট স্ক্রিনে বালিঝড়-এর প্রথম এপিসোড, আনন্দে আত্মহারা তৃণা
মরু শহরে বিয়ের গ্র্যান্ড উদযাপন। আমন্ত্রিত মাত্র ১০০, কিন্তু অতিথি আপ্যায়নে কোনও ত্রুটি যেন না থাকে, সব দিকে নজর রাখছেন হবু বর-কনে। জয়সালমেরের বিলাসবহুল হোটেলে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানির (Sidharth Malhotra-Kiara Advani) বিয়েতে আমন্ত্রিতরা প্রত্যেকেই পাবেন রিটার্ন গিফট।
বিমানবন্দর থেকে বিবাহ বাসরে যাতায়াতের জন্য থাকছে ৭০ টি বিলাসবহুল গাড়ি। সূর্যনগর ফোর্টে বসছে রাজস্থানী হাতের কাজের মেলা। বিয়েতে আসা অতিথিরা কিনতে পারবেন মন পসন্দ জিনিস।
বিয়ের একদিন আগেই নিরাপত্তার কারণে বিয়ের দিনক্ষণ বদলেছেন বলি তারকা যুগল। আগে ৬ ফেব্রুয়ারি ঠিক থাকলে পরে জানা গিয়েছে চার হাত এক হচ্ছে ফেব্রুয়ারির সাতে। টিনসেল টাউনে গ্র্যান্ড রিসেপশন ১২ ফেব্রুয়ারি।