দেব-রুক্মিণী! তাঁদের সম্পর্ক টলিউডের ওপেন সিক্রেট। টলি ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি আলোচনা এই কাপলকে নিয়েই। তবে নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কিছু বলেন না দেব-রুক্মিণী। তবে তারা একসঙ্গে ঘুরতে গেলে তা কখনওই গোপন থাকেনি। এই যেমন, এখন! দুজনের একসঙ্গে কোনও ছবি নেই সোষ্যাল মিডিয়ায়, তবু, তাঁরা যে গ্রিসে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন, তা তো প্রোফাইল থেকেই স্পষ্ট!
এভাবে মালদ্বীপ-আইসল্যান্ডেও একসঙ্গে ঘুরতে গেছেন দেব রুক্মিণী। একই সময় একই নিস্বর্গের ছবি পোস্ট করেছেন দুজনে, কিন্তু ফ্রেমে তাঁরা একসঙ্গে থাকেন না। তবু, এতকিছুর পর কি আর ভক্তদের কিছু বুঝতে বাকি থাকে।
Navya Naveli Tapatini: বিগ বি-র নাতনির এখন হট ফেভারিট টাপা-টিনি গান, ভাইরাল হল ভিডিও
গ্রিসের ঘন নীল সমুদ্রকে সাক্ষী তুলেছেন দেব-রুক্মিণী দুজনেই। তাই টলিপাড়ার অন্যতম চর্চিত লাভবার্ড যে একসঙ্গেই ঘুরতে গেছেন, তা বোঝার জন্য ফেলুদা হতে হয়না।