টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব । হাতে একের পর এক সিনেমার কাজ । এদিকে, অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও যুক্ত তিনি । সদ্য ঘাটাল থেকে সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন । তারপর হাতে ছিল ‘খাদান’, ‘টেক্কা’র মতো ছবি। এদিকে রুক্মিণীর হাতেও এখন পর পর ভরা কাজ। বেশ অনেকদিন যাবৎ কাজেই ডুবে রয়েছেন জুটিতে। এমতাবস্থায় বেশ কিছু দিন পর একটু ফুরসৎ মিলতেই সুযোগের সদ্ব্যবহার।
মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে দেব রুক্মিণী। একেবারে ফুরফুরে মেজাজে। কালো প্যান্ট, কালো শার্টে দেব রুক্মিণী সেজেছেন একেবারে লাল জামা, কালো জ্যাকেট এবং কালো কার্গোতে।
বিমানবন্দরে ঢুকেই রুক্মিনীর মন ভাল। একেবারে ছুটির মেজাজে দুটিতে। কিছুতেই আর বাড়ি ফিরতে চান না রুক্মিণী। একের পর এক পোস্টে ভরছে তাঁর সোশ্যাল মিডিয়া। তবে এখনও খোলসা করে বলেননি গিয়েছেন ঠিক কোথায়। একটু একান্ত সময় কাটাতে দুজনে রয়েছেন কোনও পাথুরে পাহাড়ের দেশে। এমন ইঙ্গিত মিলেছে অভিনেত্রীর পোস্ট থেকেই।
উল্লেখ্য, রুক্মিণীকে শেষ দেখা গিয়েছিল বুমেরাং সিনেমায় । হাতে রয়েছে আরও একাধিক কাজ । নটী বিনোদিনী মুক্তি পেতে পারে অগস্ট মাসে । অন্যদিকে, টেক্কা সিনেমায় দেখা যাবে দেব-রুক্মিণী, দু'জনেই । অন্যদিকে, এবছর বর্ষসেরা শিল্পী হিসেবে ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন রুক্মিণী ।