রাজনীতির ময়দানে তাঁদের হাত ধরা। একই দলের সাংসদ, বিধায়ক তাঁরা। সিনেমার জগতে একে অন্যের ছবির প্রচারও করেন, কিন্তু একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি দেব সোহমকে। এবার নাকি সেটাই হতে চলেছে, টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।
তবে দু'জনের কেউই আনুষ্ঠানিক ঘোষণা করেননি, ছবির নামও জানা যায়নি, অনেকেই বলছেন এসব রটনা ছাড়া কিছু নয়। তবে খবর সত্যি হলে নিঃসন্দেহে টলিউডের জন্য ভালই। দুই মেগাস্টার এক ছবিতে থাকলে দর্শকের জন্য হবে তা দারুণ উপহার।