দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা সিনেমার নস্টালজিয়াও। দুপুরের ভিড় এড়িয়ে টুক করে কাছের সিনেমা হলে একটা পুজোর ছবি না দেখলে কী হয়? এবার পুজো রিলিজে রয়েছে একগুচ্ছ বাংলা ছবি। টেক্কা, শাস্ত্রী, বহুরূপী- পুজোয় এবার তিনটি হাইভোল্টেজ বাংলা ছবি মুক্তি পাচ্ছে একই দিনে।
বক্সঅফিসে টক্কর যে জোর কদমে হবে তা বলাই বাহুল্য। ছবির প্রচার জোর কদমে শুরু করে দিয়েছেন সৃজিত থেকে শিবপ্রসাদ , দেব, রুক্মিণী, কৌশানিরা। বারুইপুরের এক সিনেমা হলে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট বিক্রি করলেন দেব সৃজিত।
আর তাতেই লম্বা লাইন পড়ে যায় টিকিট কাউন্টারের সামনে। তাঁদের হাত থেকে টিকিট কিনতে নিমেষে ভিড় জমে হলের বাইরে। আবদার আসে সেলফি অটোগ্রাফের। সৃজিতের সাফ কথা, “আগে টিকিট, পরে অটোগ্রাফ-সেলফি।”
প্রচারের ভিডিও পোস্ট করেছেন দেব। ক্যাপশনে লিখেছেন, “মাঠে নেমে কাজ হয়তো এটাকেই বলে… যখন জাতীয় পুরস্কারজয়ী পরিচালকেরও চেষ্টা থাকে যেন প্রযোজকের জয় হয়। তাহলে তো আর হারার কথাই নয়।”
তাসের দেশে ইরা ও মায়ার ছবি আগেই সামনে এসেছিল এরপর ইকলাখ রূপে নয়া অবতারে প্রকাশ্যে আসে দেবের ফার্স্ট লুক। বাংলায় পুজোর রিলিজ মানেই সৃজিত মুখোপাধ্যায়। গত পুজোয় তাঁর তুরুপের তাস ছিল '২২ শে শ্রাবণ'-এর প্রিকোয়েল 'দশম অবতার'। এ বছর পুজোয় আসছে 'টেক্কা'। অপেক্ষা এখন তারই।