আজ টলিপাড়ার বড়দিনই বটে। আজ দেবের জন্মদিন। একচল্লিশ পেরিয়ে বেয়াল্লিশে পড়লেন অভিনেতা সাংসদ।
দিন তিনেক আগে মুক্তি পেয়েছে দেবের ছবি 'প্রধান'। ছবির সাফল্য, আর নিজের জন্মদিন, একই সঙ্গে উদযাপন করছেন দীপক অধিকারী।
চলতি বছরেই ব্যোমকেশ, বাঘাযতীন, প্রধান, একের পর এক হিট ছবি বাংলা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন দেব। খুব শিগগির নাকি সৃজিতের পরিচালনাতেও দেখা যাবে তাঁকে।
গত বছর, দেবের জন্মদিনেই মুক্তি পেয়েছিল আরও এক ব্লক বাস্টার ছবি 'প্রজাপতি'।