তাঁকে নিয়ে মিথ্যে কথা বলেছেন বাংলাদেশের পরিচালক রায়হান রাফি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দেব৷ রায়হান রাফির পরিচালনায় 'তুফান' ছবিটি সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে। সেখানে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। ছিলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানও। রায়হান দাবি করেন, দেব এবং জিৎ তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছেন৷ জিৎ এখনও এই বিষয়ে কিছু বলোননি। কিন্তু মুখ খুললেন দেব।
রায়হনের করা মন্তব্যটি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করে দেব লিখেছেন, 'সত্যি নয়, কিন্তু ওকে অনেক শুভেচ্ছা।'
হাইবাজেট ছবি তুফান বাংলাদেশে ভালো ব্যবসা করলেও ভারতে তেমন সাফল্য পায়নি৷