সারা মুখে ভস্ম মাখা, টকটকে লাল চোখে তীব্র চাহনি, কপালে সিঁদুরের তিলক৷ এক মুখ দাড়ি-গোঁফ। বৃহস্পতিবার ছুটির দিনে দেবের পোস্ট করা এই ছবি ঘিরেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। প্রশ্ন একটাই কে এই ব্যক্তি! ইনি কে দেব? ছবির সঙ্গে লেখা, ‘‘অজস্র কঠিন লড়াইয়ের পর দু’শো বছরের ইংরেজ শাসন ধূলিসাৎ করে ভারত পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা। সেই সব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী ‘বাঘাযতীন’ এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।’’ তবে ইনিই দেব কি না, সেই বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক। তাঁর কথায়, 'এখন কিছুই বলা নিষেধ। এটুকু বলতে পারি এটা একটা বিশেষ ছদ্মবেশ'। ছবি মুক্তি পাবে চলতি বছরের পুজোতে'।
Aro Ak Prithibi Cinema : বিদেশে চার প্রবাসী বাঙালির জীবনের সংকটের গল্প বলার অপেক্ষায় 'আরো এক পৃথিবী'
উল্লেখ্য, গোলন্দাজ’-এর পর প্রযোজক অভিনেতা দেব ফিরছেন আরও একটি ঐতিহাসিক চরিত্র নিয়ে। অরুণ রায় পরিচালিত আসন্ন ছবিতে দেব ‘বাঘাযতীন’। এই ছবি নিয়ে প্রথম থেকেই বেজায় কৌতূহল ছিল দর্শকদের। শোনা গিয়েছিল, দেবের বিপরীতে বাঘাযতীনের স্ত্রী-এর ভূমিকায় একেবারে নতুন মুখ খুঁজছেন পরিচালক। সম্প্রতি জানা গিয়েছে, সৃজা দত্ত নামের এক নবাগত অভিনেত্রীই তাঁর বিপরীতে অভিনয় করবেন।