অভিনেতা দেব (Dev) চুটিয়ে কাজ করেন। আবার ঘুরতেও ভালবাসেন দারুণ। তবে কাজের ব্যস্ততা বাড়লে ঘোরার সময় কমবেই। শহর কলকাতাতে থেকেই যদি দিনের শেষে কাজের পর মনটা চলে যায় সমুদ্র সৈকতে, মন্দ কী? তারই ব্যবস্থা করলেন দেব। বাড়িতে বানিয়ে ফেললেন আস্ত সুইমিং পুল (Swimming Pool)।
নিজের বাড়িতে সুইমিং পুল থেকে হালকা মেজাজের ছবিও পোস্ট করেছেন দেব। অনেকেই অবশ্য বলছেন, নতুন করে বাড়িকে স্বপ্নের মতো করে তোলা কি বিয়ের পূর্বাভাস? বান্ধবী রুক্মিণীকে নিয়ে বহুদিন ধরেই বিয়ের জল্পনা রয়েছে বলিপাড়ায়। বাড়িতে সি বিচের মেজাজ কি এবার চার হাত এক হওয়ার ইঙ্গিত দিচ্ছে?
Ira Khan Marriage: প্রেমিককে নিয়ে দিদার বাড়িতে আমির কন্যা, তাহলে কি আইরা-র বিয়ে সামনেই?
দেবের কেরিয়ার গ্রাফ এখন ঊর্দ্ধমুখী। টনিক, কিশমিশের মতো একের পর এক ছবি সুপারহিট। সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে দেব-প্রসেনজিতের ছবি 'কাছের মানুষ'।