ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে পরপর তিনবার জিতে হ্যাটট্রিক করলেন অভিনেতা-সাংসদ দেব। চব্বিশের লোকসভায় আদৌ প্রার্থী হবেন কিনা, সেই নিয়েই তৈরি হয়েছিল সংশয়। পরে অবশ্য ঘাসফুলের প্রার্থী হলেন, নিজের কেন্দ্র থেকেই। প্রচার পর্বে দেব জানিয়েছিলেন নির্বাচন জিতলে যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটালে। কথা রাখতে চলেছেন তৃতীয় বার সাংসদ হতে চলা দীপক অধিকারী।
ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণকে এক লক্ষ ৮২ হাজার ৪৪৬ ভোটে হারিয়ে জয়ের হ্যাট্রট্রিক করেছেন দেব। মঙ্গলবার সন্ধ্যায়, গণনার দিন ঘাটালে পৌঁছে দেব সাংবাদিকদের মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমি বলেছিলাম আমি যত ভোট পেয়ে জিতব, ততগুলি গাছ লাগাব। বর্ষার আগেই আমি গাছ লাগানোর উদ্যোগ নেব। ভোটপ্রচারে বেরিয়ে বেশ কয়েকটি সমস্যা আমার নজরে পড়েছে। সেগুলি সব আমি লিখে রেখেছি। আর অবশ্যই ঘাটাল মাস্টারপ্ল্যান আমার কাছে সব চাইতে বেশ গুরুত্বপূর্ণ।’’