আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা। চিকিৎসকের আন্দোলন, সাধারণ মানুষের প্রতিবাদ চলছে গোটা সপ্তাহজুড়ে। এবার সেই নিয়ে মুখ খুললেন টলিপাড়ার হু'জ হুরা।
আরজি করের ঘটনার জেরে নিজের পরবর্তী ছবির টিজার মুক্তি পিছিয়ে দিলেন দেব। খাদানের টিজার মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অগাস্ট। দেব এন্টারটেইনমেন্ট এবং এসভিএফ-এর তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছে আরজি কর কাণ্ডের ঘটনায় তাঁরা শোকাহত। এই মুহূর্তে ছবির টিজার মুক্তি পাচ্ছে না। ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন দেব।
আবির চট্টোপাধ্যায় টুইট করে আরজি করের ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রতিবাদ, মিছিলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই আবির মনে করিয়ে দিয়েছেন, আসল ঘটনা থেকে যেন আমাদের দৃষ্টি না ঘুরে যায়।
আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তথা বুম্বাদা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ বার্তা দিয়েছেন, এই ভয়াবহ অপরাধের আড়ালে থাকা সত্যিটা বের করে আনা আমাদের সকলের দায়িত্ব। বিচারের দাবিতে সরব হয়েছেন তিনি।
চব্বিশের পুজোয় মুক্তি পেতে চলা বহুরুপী ছবির টিজার লঞ্চের অনুষ্ঠানও বাতিল করা হল আরজি কর কাণ্ডের জেরে। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে উইন্ডোজ।
টলিপাড়ার বাইরেও গোটা বাংলাজুড়েই প্রতিবাদের আগুন জ্বলছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া চিকিৎসা ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ডক্টর্স।
১৪ তারিখ রাত এগারোটা থেকে রাজ্যের একাধিক যায়গায় মহিলাদের জমায়েত রয়েছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে। কলকাতার কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি, যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ড চত্ত্বর সহ একাধিক রাস্তায় প্রতিবাদী জমায়েত চলবে স্বাধীনতা দিবসের মধ্যরাত পর্যন্ত।