উত্তাল টলিউড। প্রতিবাদে সরব হয়েছেন টলিপাড়ার প্রথম সারির পরিচালক থেকে শুরু করে অভিনেতারাও। ঘটনার সূত্রপাত হয়েছে দিন কয়েক আগে থেকেই। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর জারি করা হয়েছিল কর্মবিরতি। এই নিয়েও তোলপাড় হয়ে উঠেছিল ইন্ড্রাস্ট্রি। পরিচালক, ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা জানিয়েছিলেন প্রতিবাদ। এরপরেই সেই নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নিয়েছিল ডিরেক্টর্স গিল্ড । কিন্তু শনিবারও তার রেশ বজায় রইল।
শনিবারই শুটিং ফ্লোরে ফিরেছেন রাহুল মুখোপাধ্যায় । তৈরি ছিলেন অনির্বাণ ও প্রসেনজিৎ-সহ বাকি অভিনেতারাও । কিন্তু শ্যুটিং-এ আসেননি টেকনিশিয়ানরা। এর জেরে তৈরি হয়ে এসেও মেকাপ ভ্যানেই বসে থাকতে হয় স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় বেজায় অপমানিত বোধ করেছেন পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। এই বিরুদ্ধে গর্জে উঠেছেন সৃজিত মুখোপাধ্য়ায়, রাজ চক্রবর্তী, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়রা । ফেডারেশনের মন্তব্যের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, টেকনিশিয়নদের মতো একই ভাবে পরিচালকেরাও যদি কাজ বন্ধ করে দেন, তাহলে কি একটা কাজ ভালভাবে তুলে দেওয়া যাবে ?
‘কাছের মানুষ’ বুম্বা দার পাশে দাঁড়িয়ে দেবের দাবি, “সকলের শিডিউল বাঁধা থাকে, উনি নির্ধারিত সময়ে শুটিং করতে এলেও টেকনিশিয়ানরা কেন এলেন না? এটা তো অন্যায়।” তবে দেব আরও জানান , আমাদের লড়াইটাকে রাজনৈতিক রং দেবেন না। দয়া করে এমন কোনও মন্তব্য করবেন না, যাতে আমাদের লড়াইটা আরও কঠিন হয়ে যায়। তিনি আরও জানান , “টেকনিশিয়ান, ফেডারেশনের সঙ্গে সুষ্ঠ আলোচনা করে সিনেমার কাজ যত দ্রুত সম্ভব শুরু হোক।