দুর্নীতি প্রশ্নে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তীব্র আক্রমণ করেছিলেন আর এক অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তারই জবাব দিলেন দেব।
হিরণের অভিযোগ ছিল, গোরুপাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। সঙ্গে দাবি করেন, টলিউডের ৯৯ শতাংশ পরিচালক, অভিনেতা প্রযোজক দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রযোজক শ্রীকান্ত মোহতার বিরুদ্ধেও কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন হিরন।
Parenting Style: সন্তানের ওপর চিৎকার, নিয়মিত ভয় দেখানো... শিশুর মানসিক স্বাস্থ্য ভাঙছে রোজ
বিজেপি বিধায়ক যখন অভিযোগ করেছিলেন, দেব তখন মালদ্বীপে ছিলেন। দেশে ফিরে অভিযোগের জবাব দিলেন তিনি। এবিপি আনন্দকে দেব জানান, হিরণেরর কাছে তথ্যপ্রমাণ থাকলে তাঁর উচিত ইডি বা সিবিআই-এর কাছে যাওয়া। তিনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী৷ প্রয়োজনে নিজের সম্পত্তির যাবতীয় হিসাব দিতে রাজি। এরপর দেবের সংযোজন, হিরণ ভালো ছেলে। এই রাজ্যে বাকস্বাধীনতা আছে। সকলেই নিজের মতামত দিতে পারে।