এরকমটা যে আগে হয়নি, তা নয়। একসঙ্গে ঘুরতে গেছেন, অথচ ছবি আপলোড করেছেন শুধু নিজেদের। অথচ লোকেশন, সময় সবই এক। নেটিজেনদের বুঝতে বাকি থাকে না। ফের একসঙ্গে একই সময়ে মালদ্বীপ (Maldives) থেকে ছবি পোস্ট করেছেন দেব-রুক্মিণী (Dev-Rukmini)। যথারীতি নিজেদের প্রোফাইল থেকে শুধু নিজেদের ছবি। রুক্মিণীর একটি ছবিতে অবশ্য তাঁর মাও রয়েছেন সঙ্গে। কিন্তু সেলেব তারকার একসঙ্গে ছবি কই? কেন নেই? প্রশ্ন করে করে ক্লান্ত ভক্তরা।
গত বছর আইসল্যান্ডে গিয়েও একই ঘটনা! দিব্যি ঘুরলেন একসঙ্গে, ছবি দিলেন আলাদা আলাদা। টলিউডের সবচেয়ে আলোচ্য কাপল তাঁরাই। নিজেদের সম্পর্ক নিয়ে তেমন কথা না বললেও সম্পর্ক যে রীতিমতো স্টেডি, তা বেশ মালুম পড়ে।
আগামী ২৯ এপ্রিল হলে মুক্তি পাবে দেব-রুক্মিণী অভিনীত ছবি কিশমিশ।