দিন গোনা শেষ হল। অবশেষে প্রকাশ্যে বিরসা দাশগুপ্তের পরিচালনায় দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ (Byomkesh O Durgo Rohosyo) ছবির ট্রেলার। ‘পাগলু’ , ‘চ্যালেঞ্জ’ , থেকে ‘চাঁদের পাহাড়’ ‘গোলন্দাজ’, বারংবার নিজেকে ভেঙে গড়ে নিয়েছেন দেব। তবে ‘ব্যোমকেশ’ হয়ে ওঠার চ্যালেঞ্জটা সহজ ছিল না। কিন্তু ট্রেলারেই যেন এতদিনের বিদ্রুপ, মসকরার জবাব দিলেন দেব। রোমাঞ্চকর ট্রেলারে সত্যান্বেষী দেব বেশ প্ৰশংসনীয়, ক্ষুরধার অম্বরীশ ওরফে অজিত। সত্যবতীর ভূমিকায় রুক্মিনীর দিক থেকেও চোখ ফেরানো দায়। এই ব্যোমকেশ ফ্যামিলি ম্যান, তিনি বাবা হতে চলেছেন। খল চরিত্রে সত্যম ভট্টাচার্যের ঝলকও রয়েছে। আগামী ১১ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
Raima Sen: মনোক্রম মনোকিনিতে সাহসী রাইমা, স্মৃতি ফেরালেন সুচিত্রা সেনের
মাস ছয়েক আগে পর্যন্ত সত্যান্বেষীর চরিত্রে কেউ দেবকে ভাবতে পারতেন না, সত্যবতী হিসেবে রুক্মিণী বা অজিতের চরিত্রে অম্বরীশকেও ভাবা যায়নি, পরিচালক বিরসা দাসগুপ্ত ভাবলেন, শুটিং চলল পুরোদমে। গোটা ছবিটি এখন শুধু মুক্তির অপেক্ষায়।