এই প্রথম পিরিয়ড ড্রামায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে, তাই রামকমল মুখোপাধ্যায়ের 'নটী বিনোদিনী' নিয়ে দর্শকের মধ্যে চর্চা ছিলই। ছবির শুটিং শেষ, নায়িকা নিজেই জানিয়ে দিয়েছিলেন সে কথা। তাহলে রিলিজ নিয়ে কিছু জানা যাচ্ছে না কেন? পোস্ট প্রোডাকশনের কাজ নাকি থমকে গিয়েছে। কারণ, প্রযোজক নাকি নয় কোটি টাকা তছরুপ করে গা ঢাকা দিয়েছেন। তাহলে কি আটকে যাবে ছবির মুক্তি?
'নটী বিনোদিনী' বিগ বাজেট ছবি, পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তাঁর ছবিই কিনা বিশ বাঁও জলে! তবে এবার শোনা যাচ্ছে রুক্মিণীর সিনেমা কিনে নিতে পারে দেবের প্রোডাকশন হাউজ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। যদিও ছবির সঙ্গে যুক্ত কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি এখনও।