উপুড় হয়ে শুয়ে রয়েছেন, সারা পিঠে লাগানো ফানেলের মতো কিছু, উঁচু হয়ে রয়েছে পিঠের চামড়া, এরকমই এক ছবি দেব শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সে সব দেখে রীতিমতো ঘাবড়েই গেছে দেবের ভক্তরা। ছবির ক্যাপশনে আবার দেব লিখেছেন, "নো পেইন, নো গেইন'।
কীসের জন্য এত শারীরিক কষ্ট সহ্য করছেন দেব, খোলসা করেছেন নিজেই। অভিনেতার পরের ছবি 'প্রধান'এর জন্য নিজেকে তৈরি করছেন। আসলে প্রধানে দেবের চরিত্রটি এমন, যার জন্য শারীরিক ফিটনেস অনেকতা বাড়াতে হচ্ছে অভিনেতাকে, ইতিমধ্যে নানা কসরত করা শুরুও করেছেন তিনি। সম্প্রতি শেয়ার করা ছবিটি কাপিং থেরাপির। এই পদ্ধতিতে শরীরের রক্ত সঞ্চালন বাড়ানো হয়।
প্রধান ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন 'মিঠাই' হিসেবে পরিচিত সৌমীতৃষা কুণ্ডু।