Dev-Rukmini : লাল গাউনে সত্যবতী, সাদা পোশাকে পাশে ব্যোমকেশ, বার্থ ডে পার্টির ছবি শেয়ার দেবের, হাজির সৌরভও

Updated : Jun 28, 2024 18:33
|
Editorji News Desk

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব । হাতে একের পর এক সিনেমার কাজ । এদিকে, অভিনয়ের পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও যুক্ত তিনি । সদ্য ঘাটাল থেকে সাংসদ হিসেবে  হ্যাটট্রিক করেছেন । দিন দু'য়েক আগেই সংসদে শপথগ্রহণ করেছেন । তবে, অভিনেতা-সাংসদ কিন্তু শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে, প্রিয় মানুষকে সময় দিতে ভোলেন না । ২৭ জুন ছিল  রুক্মিণী মৈত্রের জন্মদিন । আর এই দিনটা প্রিয় মানুষের থেকে কি দূরে থাকা যায় ? সত্যবতীর জন্য দিল্লি থেকে তড়িঘড়ি শহরে ফিরলেন তাঁর ব্যোমকেশ । দেবকে পাশে নিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন রুক্মিণী । জন্মদিনের রাত পার্টির একগুচ্ছ ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা দেব ।

রুক্মিণীর জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল । লাল গাউনে সেজেছিলেন বার্থ ডে গার্ল । আর দুধ সাদা পোশাকে তাঁক সঙ্গত দিয়েছেন দেব । তবে, সবথেকে বেশি নজর কেড়েছে দেবের হেয়ারস্টাইল । পনিটেল করে বাঁধা ছিল চুল । যা দেখার পর থেকে ভক্তরা বলছেন, 'টলিউডের শাহরুখ খান।' রুক্মিণীর চোখে চোখ রেখে রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন দেব । রুক্মিণীর জন্মদিনে হাজির ছিলেন দেবের মা-ও । মায়ের সঙ্গেও আদুরে ছবি পোস্ট করেছেন অভিনেতা । আরও একটি ছবিতে তাঁকে দেখা গেল রুক্মিণীর মায়ের সঙ্গে । ফ্যামিলি পিকচারও নজরে এসেছে । রুক্মিণীর বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয়ও ।

দু জনের বিশ্ব ভ্রমণের ছবি পোস্ট করে রুক্মিণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দেব । বৃহস্পতিবার সন্ধ্যায় দেবের ইনস্ট্রায় ভেসে ওঠে বার্থ ডে গার্ল রুক্মিনীর সঙ্গে তাঁর বিশ্ব ভ্রমণের ছবি। সেই সঙ্গে দেব লেখেন, 'জন্মদিনে ভাল থেকো রুক্মিনী। তাঁর জীবনকে রঙিন করে তোলার জন্য রুক্মিনীকে ধন্যবাদও জানিয়েছেন। ভগবানের কাছে বার্থ ডে গার্লের জন্য প্রার্থনাও করেছেন। জানিয়েছেন, তাঁর জীবনে রুক্মিনী অসাধারণ ভ্রমণসঙ্গী। তাই তাঁর জীবনের প্রতিটি সময়, প্রতিটি ঘণ্টা, প্রতিটি সেকেন্ড যেন আনন্দতে কাটে।  '

Dev

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন