প্রধান-এর শুটিং শেষ! হাতে কিছুটা সময় পেয়েই বেরিয়ে পড়লেন অভিনেতা দেব। ছবি পোস্ট করছেন নিজের। একাই ঘুরতে গেলেন? বান্ধবী কে ছাড়া? ছবিতে সঙ্গে কেউ নেই, অথচ দেবভক্তরা নিশ্চিত, রুক্মিণী সঙ্গেই গিয়েছেন। কীভাবে?
ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছেন অভিনেতা দেব। সে সব ছবিতে একাই দেখা যাচ্ছে অভিনেতাকে। কিন্তু দেবের অনুরাগীরা ঠিক ধরেই ফেললেন, কিছু একটা লুকোতে চেয়েছিলেন তিনি। ধরা পড়লেন ফেসবুক স্টোরিতে দু'কাপ চায়ের ছবি দিয়েই। সঙ্গে আবার বাজছে সুমনের গলায় 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই'।
Jeet-Manush: সিগনেচার মশালা ছবি 'মানুষ' আসছে, প্রোমশনে ব্যস্ত জিৎ-সুস্মিতা
অন্য একটি ছবি দেখে মনে হচ্ছে জলশহর ভেনিসে গিয়েছেন দেব-রুক্মিণী। মুখে যদিও কিছুই খোলসা করেননি দুজন।