স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়-এর ভূমিকায় টলিউডের নায়ক দেব (Dev)। ছবির পোস্টার, প্রি টিজার সামনে এসেছিল আগেই, এবার মুক্তি পেল টিজার। টানটান সংলাপ আর অ্যাকশনে ভরা ছবি হতে চলেছে 'বাঘাযতীন' (Baghajatin), দেড় মিনিটের অফিসিয়াল টিজার থেকেই মালুম পড়ে তা।
১৯ অক্টোবর পুজোর মুখে একগুচ্ছ বাংলা ছবির সঙ্গেই মুক্তি পেতে চলেছে দেবের ছবিটি, প্রযোজনায় দেবের নিজের সংস্থা।
Jawan box office: day 2: দেশজুড়ে অব্যাহত 'জওয়ান'-জ্বর, হিন্দিতে ১০০ কেটির অঙ্ক পেরোল দ্বিতীয় দিনেই
বাঘাযতীনের মতো আইকনিক চরিত্র, যাকে ঘিরে কত গল্প, কত মিথ, কত ইতিহাস জড়িয়ে, তা পর্দায় কতোটা সুক্ষ ভাবে ফুটিয়ে তুলতে পারেন দেব, তা দেখার অপেক্ষায় উন্মুখ দর্শক।