শনিবার আচমকা জুনিয়র ডাক্তারদের আন্দোলনমঞ্চে গিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মিনিট পাঁচেক সময় চেয়ে নিয়ে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন তাঁদের দাবি নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে তিনি আসবেন।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে কুর্নিশ জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসার পর দেব ট্যুইটারে, তৃণমূল নেত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসুক।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে রাজি হয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানালেন, তাঁরা আলোচনায় বসতে চান। কিন্তু তাঁদের পাঁচ দফা দাবির সঙ্গে কোনও রকম সমঝোতা করবেন না। রাগ বা জেদাজেদির কোনও বিষয় নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনও জায়গায় আলোচনা করতে রাজি আছেন।
এদিন, আন্দোলন মঞ্চে মমতার সঙ্গে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক হয়নি। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যে সল্টলেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে নিজের হাজির হলেন মমতা।