একজন দুবারের সাংসদ, আরেক জন বিধায়ক। বলছি দীপক অধিকেরী তথা দেব এবং হিরণময় চট্টোপাধ্যায়ের কথা। দুজনেই গ্ল্যামার দুনিয়ার খুব পরিচিত মুখ। সর্বপরি দুজনেই অষ্টাদশ লোকসভায় ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। দেব, তৃণমূলের প্রার্থী, হিরণ বিজেপির। ঘাটালে লড়াই কার্যত ছিল টালিগঞ্জের 'চ্যাম্পিয়ন' বনাম 'মাচো মাস্তানা'র।
গণনার পর শেষ হাসি হাসলেন কে?
টালিগঞ্জে খ্যাতি, জনপ্রিয়তার নিরিখে অনেকটাই এগিয়ে দেব, ঝুলিতে সিনেমার সংখ্যাও অনেক বেশি, কেরিয়ারের গ্রাফ ঊর্দ্ধমুখী। অন্যদিকে হিরণের ঝুলিতে সিনেমা হাতে গোনা। বিগত বেশ কয়েক বছর উল্লেখযোগ্য কোনও কাজ নেই। দেব রাজনীতিতে এসেছেন আগে। দুবারের সাংসদ দীপক অধিকারীর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে নিজের কেন্দ্রে। অন্যদিকে খড়গপুরের বিধায়ক রাজনীতিতে এসেছেন কিছুটা পরে। চব্বিশের লোকসভায় বিজেপি তাঁকে প্রার্থী করেছিল দেবের বিপরীতে। নিঃসন্দেহে হিরণের লড়াই খুব সহজ ছিল না।
গণনার ফলাফল বলছে ঘাটালের মানুষ আস্থা রাখলেন দেবেই। ১ লক্ষ ৪৭ হাজারেরও বেশি ভোটে প্রতিপক্ষকে হারিয়ে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে দীপক অধিকারী।