এক সঙ্গে তিন তিনটে বাড়ির লক্ষ্মী পুজো সামলাচ্ছেন অভিনেত্রী দেবলীনা কুমার। নিজের বাড়ি, পাঁচ মিনিট দূরত্বে শ্বশুর বাড়ির, সঙ্গে আবার নিজের নাচের স্কুলের।
রবিবার দুপুরে দেবলীনার নাচের স্কুলে তখন দারুণ ব্যস্ততা, চাল-কলা মাখা শুরু হয়ে গেছে, মিষ্টি বানানোও শেষ, গুড়ের নাড়ু তৈরি। অন্যদিকে থরে থরে রাখা চিপ্স-ভুজিয়া-কুরকুরে! অভিনেত্রীর ছাত্র ছাত্রীরা প্রসাদে সে সবও পাবেন, বোঝাই যাচ্ছে। নীল-বেগুনি শাড়িতে সেজে সব দিকই খেয়াল রাখছেন অভিনেত্রী।
Lakshmi Puja at tollywood stars' houses: লক্ষ্মী কাকীমার লক্ষ্মী রেডি! পুজোয় বসলেন ঋতুপর্ণাও
সঙ্গে বাকি দুই বাড়ির পুজোর কাজও দেখভাল করতে হচ্ছে। উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজো সেই কবে থেকেই জনপ্রিয়, সে বাড়ির নাত বউ বলে কথা। লক্ষ্মী পুজোয় দেবলীনা যেন সাক্ষাৎ দশভুজা।