বাংলায় এখন গোয়েন্দারাজ। হ্যাঁ ঠিকই শুনছেন। ফেলুদা (Feluda), ব্যোমকেশ (Byomkesh), একেন বাবু (Eken Babu), শবর (Shabor), মিতিন মাসি (Mitin Masi), গোয়েন্দার ছড়াছড়ি। বাংলা ছবিকে রীতিমতো সাসপেন্সে জমিয়ে রেখেছেন তাঁরা। তবে পুরুষ গোয়েন্দাদের চেয়ে মহিলা গোয়েন্দার সংখ্যা এখনও কিছুটা কম। অথচ বুদ্ধিতে, ফিটনেসে তাঁরা কম যান নাকি? এই যেমন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। নিয়মিত শরীরচর্চা না করলে তাঁর রাতের ঘুমই হয় না।
সদ্য মুক্তি পাওয়া অরিন্দম শিলের ছবি 'তীরন্দাজ শবর' (Tirandaj Shabor)-এর প্রেমিয়ারে দেখা হয়েছিল অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে। গোয়েন্দা চরিত্রের প্রতি প্রেমের কথা এডিটরজি বাংলাকে (Editorji Bangla) জানালেন অভিনেত্রী।
Tirandaj Shabor Review: দুর্ভাগা সেই দেশ যে দেশে কোনও শবর নেই
ফিটনেস ফ্রিক (Fitness freak) হিসেবে ইন্ডাস্ট্রিতে রীতিমতো নাম রয়েছে তাঁর। গোয়েন্দাদের যতটা দৌড়ঝাঁপ করতে হয়, দেবলীনা তো সে সবে এক্সপার্ট। নতুন কোনও মহিলা গোয়েন্দার চরিত্র তাঁকে অফার করা হলে লুফে নেবেন অভিনেত্রী। নিজেই বললেন সে কথা।
প্রসঙ্গত, তীরন্দাজ শবরে দেবলীনা কুমার ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), চন্দন সেন (Chandan Sen), নাইজেল আকারারা (Nijel Akara)।