একদিকে অভিনয়, অন্যদিকে ফিটনেস চর্চা, পাশাপাশি অধ্যাপনা, সঙ্গে আবার নাচের স্কুল সামলানো, অনুষ্ঠান করা। একই সঙ্গে সবই সমান তালে চালিয়ে যাচ্ছেন দেবলীনা কুমার। এবার তাঁর নামের আগে বসল ডক্টোরেট ডিগ্রি।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনৃত্যে পিএইচডি করলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়েছেন শিল্পী নিজেই। এরই মধ্যে ফেসবুক প্রোফাইলে নামের আগে বসিয়েছেন 'ডঃ'। এখন থেকে তিনি ডঃ দেবলীনা কুমার।
রবীন্দ্রভারতীতে অধ্যাপনাও করেন দেবলীনা। অভিনয়ে আসার বহু আগে থেকে নিয়মিত নাচ করতেন, বড়পর্দায় দেবলীনা পরিচিতি পান নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'গোত্র' ছবির 'রঙ্গবতী' গানের নাচেই।