নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে এখন সরগরম রাজ্য । চায়ের দোকান থেকে খাবার টেবিল সব জায়গায় একই আলোচনা । এই আবহে অভিনেত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar) পোস্ট নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে । নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে হালকা রসিকতার সঙ্গেই যেন নিন্দুকদের জবাব দিতে চাইলেন তিনি ।
দেবলীনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট (Devlina Kumar's viral post) করে আট বছরের আগের এক স্মৃতি শেয়ার করেছেন । ছবিটি সেট পরীক্ষার রেজাল্ট। সেখানে দেখা গিয়েছে একদম উপরে রয়েছে দেবলীনা কুমারের নাম । ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "আট বছর আগের এক ছবি পেলাম। সেট পরীক্ষায় বসেছিলাম এবং প্রথম হয়েছিলাম। পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য এটি একটি অনলাইন পরীক্ষা ।" এরপরেই তাঁর সংযোজন, "অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে ।" উল্লেখ্য, দেবলীনার বাবা দেবাশিস কুমার তৃণমূল বিধায়ক ।
আরও পড়ুন, Byomkesh : বদলে গেল অজিত, আগামী মাসেই 'হইচই'-তে আসছে অনির্বাণের ব্যোমকেশ
দেবলীনা আরও লেখেন, "এইগুলো মাঝে মধ্যে খুঁজে পেলে মনে হয়ে যে অতটাও মূর্খ নই । পেটে একটু হলেও বিদ্যে আছে ।" রসিকতার মধ্যে দিয়ে যেন দেবলীনা বোঝাতে চাইলেন, তিনিও বিধায়কের মেয়ে, কিন্তু, তাঁর যা প্রাপ্তি, তা একেবারেই নিজের যোগ্যতায় ।