লক্ষ্মী পুজোর একদিন আগেই, শনিবার কলকাতার রেড রোডে জাকজমক সহকারে হয়ে গিয়েছে দুর্গাপুজোর কার্নিভালের অনুষ্ঠান। সেখানেই ত্রিধারা সম্মেলনীর হয়ে নাচ করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। সেই ভিডিওই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
দেবলীনার আরও একটি পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে। বরাবরই দক্ষিণ কলকাতার নামী পুজো ত্রিধারা সম্মেলনীতে দেখা যায় দেবলীনাকে। তাঁর বাড়িও ওই অঞ্চলেই। স্বামী গৌরবের সঙ্গে এ'বছরও ত্রিধারায় সিঁদুর খেলেছেন দেবলীনা। সেই ত্রিধারার প্রতিনিধি হিসেবেই কার্নিভালে নৃত্য পরিবেশন করেছেন দেবলীনা।
প্রসঙ্গত, এ বছর বিশ্ব বাংলার 'সেরার সেরা' সম্মানে ভূষিত হয়েছে ত্রিধারার পুজো।