পেশিতে টান লেগে বাড়াবাড়ি, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৮৬ বছরের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে (Dhramendra)। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। তারপরই বাড়ি থেকে তাঁর অগণিত ফ্যানেদের জন্য পোস্ট করেছেন একটি ভিডিও বার্তা। তাঁর শারীরিরিক অবস্থার জন্য উদ্বিগ্ন না হতে বলেছেন ভক্তদের। আর বারণ করেছেন, "বাড়াবাড়ি করতে''।
ভিডিও মেসেজে ধর্মেন্দ্র পরামর্শ দিয়েছেন নিজের ক্ষমতা বুঝে নিয়ে কাউকেই বাড়াবাড়ি না করতে। বাড়াবাড়ি করে তিনি নিজে যে পস্তেছেন, সেও জানিয়েছেন মন খুলেই।
আমির নিয়ে এলেন 'লাল সিং চাড্ডা ফেদার চ্যালেঞ্জ', অংশ নিলেন রণবীর কাপুর ও নীতু কাপুর
করণ জোহরের 'রকি অউর রানী কি প্রেম কাহানি' তে আলিয়া ভাট এবং রণভির সিং-এর সঙ্গে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকেও।