ফুলঝুরি এবং লালনের জীবনে সুখ যেন অধরাই থেকে যাচ্ছে বারংবার। বারেবারে তৃতীয় ব্যক্তিদের আনাগোনায় ভেঙে খানখান হয়ে গিয়েছে তাদের জীবন। বলাই বাহুল্য, এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় প্রথম দিকেই থাকে অভিনেত্রী মানালি দে এবং ইন্দ্রাশিষ রায় অভিনীত ‘ধূলোকণা’।
ধারাবাহিকে এই মুহূর্তে বিচ্ছেদ দেখানো হয়েছে লালন এবং ফুলঝুরির। তিতিরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিমেষে ফুলঝুরির দিক থেকে মুখ ফিরিয়েছে লালন। লালনের এই প্রত্যাখ্যানে ভেঙে খান খান হয়ে গিয়েছে ফুলঝুরি। তাঁর সিদ্ধান্ত গানকেই জীবনের ধ্যান জ্ঞান করে এগিয়ে যাবে সে।
আরও পড়ুন: গল্পের নতুন এপিসোড ঐন্দ্রিলাকেই উৎসর্গ করলেন শোকবিহ্বল মীর
লালন তো নিজের মতো করে গুছিয়ে নিয়েছে তাঁর জীবন, প্রশ্ন উঠছে ফুলঝুরির বাকি পথটা কি তবে একাই কাটবে? কেউ এসে কি ফুলঝুড়ির বাকি জীবনটা সহজ করে দেবে না? দর্শকদের দুশ্চিন্তা দূর করে এবার ফুলঝুরির জীবনে ফের ফিরতে চলেছে অঙ্কুর ওরফে তথাগত মুখোপাধ্যায়। এর আগে লালন ফুলঝুরিকে এক করে বিদেশ চলে গিয়েছিল অঙ্কুর, এখন তাদের বিচ্ছেদ হতেই ফুলঝুরির জীবনে ফিরবেন তিনি।