বাঙালির বিনোদনের একটা বড় অংশ জুড়ে রয়েছে রকমারি ধারাবাহিক। সন্ধ্যে হলেই হাতে রিমোট আর চা মুড়ি নিয়ে টেলিভিশনের সামনে বসে পড়েন পরিবারের সকলে। চলতে থাকে একের পর এক সিরিয়াল, তাদের আবার আলাদা আলাদা সব গল্প। এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘ধূলোকণা’ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ধারাবাহিকের লালন এবং ফুলঝুরি যেন দর্শকদের কার্যত ঘরের ছেলে মেয়ে হয়ে উঠেছে।
আরও পড়ুন: মুখ ফিরিয়েছে লালন! ফুলঝুরির জীবনে এন্ট্রি ‘অন্য পুরুষের’, ‘ধূলোকণা’য় নয়া মোড়
ধারাবাহিকে এই মুহূর্তে বিচ্ছেদ দেখানো হয়েছে লালন এবং ফুলঝুরির। তিতিরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিমেষে ফুলঝুরির দিক থেকে মুখ ফিরিয়েছে লালন। লালনের এই প্রত্যাখ্যানে ভেঙে খান খান হয়ে গিয়েছে ফুলঝুরি। তাঁর সিদ্ধান্ত গানকেই জীবনের ধ্যান জ্ঞান করে এগিয়ে যাবে সে। এদিকে হঠাৎই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে অঙ্কুর ওরফে তথাগত মুখোপাধ্যায়।
কিন্তু তবুও লালনের সঙ্গে ফুলঝুরির ছাড়াছাড়িতে মোটেই খুশি নয় দর্শকরা। এবার ষ্টার জলসার তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো, যেখানে দেখা যাচ্ছে হঠাতই অসুস্থ হয়ে পড়েছে ফুলঝুরি। তাঁকে ঘিরে পরিবারের লোকেদের ভিড়। সকলেই ভাবছে হয়ত কোনও কঠিন অসুখ করেছে তার। কিন্তু ডাক্তারবাবু দিল সুখবর, তিনি জানান ফুলঝুরি মা হতে চলেছেন। দর্শকরা এখন তাকিয়ে এবার কি তবে কাছাকাছি আসবে লালন ফুলঝুরি?