টিআরপি-র দুনিয়ায় আজ যে রাজা কাল সে ফকির! কার ভাগ্যে যে কোন সপ্তাহে শিঁকে ছিড়বে শেষমেশ, তা কেউই বোধহয় জানে না। কয়েক মাস আগেও টিআরপি তুঙ্গে থাকা 'মিঠাই-এর বাজার বেশ তলানিতে এখন। অন্যদিকে, ট্র্যাডিশন মেনেই গত সপ্তাহের মতোই চলতি সপ্তাহেও শীর্ষে রয়েছে ধারাবাহিক 'ধুলোকণা'। তবে প্রথম হলেও গত সপ্তাহের তুলনায় পয়েন্ট একটু কমেছে এই সপ্তাহে। ৮.০ থেকে হয়েছে ৭.৮। লালন ও তাঁর স্ত্রী ফুলঝুড়ি এবং লালনের প্রেমিকা তিতিরের কাহিনিতে রীতিমতো মজে গিয়েছেন দর্শকরা। এক-একটা এপিসোডই যেন মাঠের বাইরে স্টেপ আউট করে ছক্কা! দর্শক আনুকূল্য পাওয়ায় খুশি 'ধুলোকণা'-র সঙ্গে জড়িত কুশীলবরাও। তাঁরাও চাইছেন প্রতিদিনই পর্দায় দর্শকদের মন মজিয়ে রাখার মতো কিছু না কিছু তুলে ধরতে। যার ফল স্পষ্টভাবে ফুটে উঠেছে টিআরপি রেটিং-এর তালিকাতেও।
দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ‘জগদ্ধাত্রী’। বলা ভাল, ‘ধুলোকণা’র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সে। মাত্র .১-এর তফাৎ। এ সপ্তাহে পেয়েছে ৭.৭। তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অপরদিকে, মিঠাই ভক্তদের অনেক আশা ছিল শাক্য মনে হয় হাল ফেরাবে ধারাবাহিকের। তবে তা হল না। বরং ধারাবাহিক সোজা নেমে এল ১০ নম্বরে।