বাংলার, বাঙালির ইমোশন ফেলুদা । প্রথমে সাহিত্যে, তারপর সিনেমায়, এমনকী ওটিটিতেও ফেলুদাকে দেখছেন দর্শকরা । তবে, এবার কি টলিউডের গণ্ডি ছেড়ে বলিউডে পাড়ি দিচ্ছে প্রদোষ চন্দ্র মিত্তির । তাও আবার দিবাকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ! ব্যাপারটা খোলসা করেই বলা যাক ।
বলিউডে ব্যোমকেশকে নিয়ে গিয়েছিলেন দিবাকরই । এবার ফেলুদাকে নিয়েও ছবি করার ইচ্ছা প্রকাশ করলেন তিনি । এমনকী, এক বলি অভিনেতাকে কাস্টিংও নাকি করে ফেলেছিলেন তিনি । সম্প্রতি এক পডকাস্ট শো-তে হাজির হয়েছিলেন দিবাকর। সেখানেই তিনি জানান, ফেলুদা বানানোর কথা অবশ্যই ভেবেছিলাম । এমনকী তিনি অভয় দেওলকে এই চরিত্রের জন্যও ভেবেওছিলেন । কিন্তু, তারপর আর হয়ে ওঠেনি।
কিন্তু, দিবাকরের এই ইচ্ছার কথা কি জানেন সত্যজিৎ পুত্র ? সন্দীপ রায় জানিয়েছেন, 'এখনও পর্যন্ত কারও সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। তবে যদি এমন কিছু হয় নিশ্চয়ই তখন আলোচনা করবেন বলে জানিয়েছেন । অর্থাৎ বলিউডে যদি ফেলুদাকে নিয়ে কেউ কাজ করতে চান, তাহলে তাঁর জন্য যে আলোচনার দরজা খোলা থাকল, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন সন্দীপ রায় ।
টলিউডে ফেলুদার চরিত্রে একাধিক অভিনেতাকে দেখা গিয়েছে । সেই তালিকায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্য়ায়, পরমব্রত, টোটা রায়চৌধুরী ও ইন্দ্রনীল সেনগুপ্ত । কিন্তু, বলিউডে যদি ফেলুদা বানানো হয়, তাহলে প্রদোষ মিত্তির কে হবেন ? তার উত্তর তো সময়ই দেবে ।