কপুর পরিবারের পুত্রবধুরা নাকি বিয়ের পরই সরে আসেন গ্ল্যামার জগত থেকে, এমন একটা মিথ ছিল বলিউডে। রণবীর কপুরকে (Ranbir Kapoor) বিয়ের পর আলিয়ার ক্ষেত্রে অবশ্য হল উল্টোটাই। বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিচ্ছেন আলিয়া (Alia Bhatt)। এই নিয়ে কী প্রতিক্রিয়া শাশুড়ি নীতু কপুরের (Neetu Kapoor)?
সম্প্রতি এক সাংবাদিক নীতু কাপুরের কাছে জানতে চান, হলিউডে কাজ করার আগে আলিয়া কি তাঁর শাশুড়ি-মার পরামর্শ নিয়েছিলেন? প্রশ্নের উত্তরে নীতু বলেন, ‘‘আজকাল বাচ্চারা কাউকে জিজ্ঞেস করে কিছু করে না। আর আলিয়া তো সবে এসেছে আমাদের পরিবারে।হলিউড বা বলিউড যেখানে খুশি ও কাজ করতে পারে।’’
Odisha Tv Actress death : ওড়িয়া টিভি অভিনেত্রীর রহস্যমৃত্যু, কাঠগড়ায় লিভ-ইন-পার্টনার
নীতু কপুরের বিচক্ষণ উত্তর বুঝিয়ে দিয়েছে, তিনি আধুনিক শাশুড়ি। রণবীর-আলিয়ার সংসারে কলকাঠি নাড়া তাঁর রুচির বাইরে। তাছাড়া আগেও প্রকাশ্যে আলিয়ার প্রশংসা করতে দ্বিধা বোধ করেননি নীতু।