সপ্তাহ খানেক আগে পল্লবী দে-র আকস্মিক মৃত্যু যে মেনে নিতে পারেননি, সেই বিদিশা (Bidisha De Majumder death) নিজেও তো বেছে নিলেন আত্মহত্যার পথ। বুধবার রাত থেকেই খবরে, সোশ্যাল মিডিয়ায় চর্চায় আরও একটি মৃত্যু। পল্লবীর পর আবারও গ্ল্যামার দুনিয়ায় আরও এক রহস্য মৃত্যু।
বছর চারেক আগে গ্ল্যামার জগতে (Glamour world) পা রেখেছিলেন। বেশ জমিয়েও নিয়েছিলেন নিজের পরিসর। আচমকাই ছন্দপতন! বুধবার বিকেলে বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে নাগেরবাজারের রামগড় কলোনির ফ্ল্যাট থেকে।
প্রেম প্রায় এক যুগ পার করল, কেমন আছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? অভিনেতার পোস্টেই পাওয়া গেল আভাস
বিদিশার মৃত্যুর পেছনে ঠিক কী কারণ, তার উত্তর দেবে তদন্তের রিপোর্ট। কিন্তু গ্ল্যামার দুনিয়ায় কি অবসাদ অবশ্যম্ভাবী? সেই অবসাদ-ই কি গ্রাস করেছিল বিদিশার ব্যক্তি জীবনকেও? নৈহাটির মধ্যবিত্ত ছাপোষা জীবন থেকে থেকে কলকাতার ঝাঁ-চকচকে বিনোদন জগত। সত্যিই কি গ্ল্যামারজগতের সঙ্গে মানিয়ে নিতে পারছিল ২১ বছরের বিদিশা? নাকি হাঁপিয়ে উঠছিল? সহকর্মীদের কাছে 'পেশাদার' হিসেবে পরিচিত বিদিশার মনের কোণে কি অন্ধকার জমা হয়েছিল? অবসাদেই কি ‘আত্মঘাতী’ হলেন তিনি? তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর বারবার উঠে আসছে এই প্রশ্ন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আর্থিক ভাবে সচ্ছল মেয়েটি সম্প্রতি অবসাদে ভুগছিলেন। যদিও তা নিয়ে তিনি চিকিৎসকের সাহায্য নিয়েছিলেন কি না তা জানা নেই।
বুধবার রামগড় কলোনির দু’কামরার ফ্ল্যাট থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। মিলেছে একটি সুইসাইড নোটও