এক সময়ে দুজনের মধ্যে প্রেম ছিল গভীর। লিভ ইন সম্পর্কে ছিলেন। তারপর বিচ্ছেদ। প্রাক্তনের জন্মদিন নিশ্চয়ই মনে আছে সোহিনীর? রণজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সোহিনী?
২২ মার্চ ছিল জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুর জন্মদিন। প্রাক্তনের জন্মদিনে সোহিনীর ফোন এসেছে? কিম্বা মেসেজ? নাহ, কিছুই আসেনি। অভিনেতা চানও না, প্রাক্তনের কাছ থেকে কোনও শুভেচ্ছাবার্তা আসুক।
বিশেষ দিনে আর পাঁচটা দিনের মতোই শুটিং-এর ব্যস্ততায় কেটেছে রণজয়ের। রাতে অবশ্য কাছের বন্ধুদের সঙ্গে পার্টি করেছেন।
প্রাক্তন সোহিনীর জীবনে এখন নতুন বসন্ত। গায়ক শোভন গঙ্গপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সোহিনীর। অন্যদিকে রণজয় অবশ্য দাবি করেন, তিনি এখনও 'সিঙ্গল'।