আগামী ১৪ ফেব্রুয়ারি রাজারহাটের ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনসার্ট বাতিল করা নিয়ে বিতর্ক ক্রমশ তুঙ্গে। এবার এই ইস্যুতে মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূলের সঙ্গে না থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার সকালে খড়গপুরের চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যাঁরা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।'
অরিজিৎ রাজনীতির শিকার, এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে পোস্টও করে ফেলেছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রীর সামনে রং দে তু মোহে গেরুয়া গেয়েছিলেন। তার জেরেই রেগে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর তাই অরিজিতের মতো জনপ্রিয় শিল্পী কলকাতায় অনুষ্ঠান করার সুযোগ পেলেন না।