মধুমিতা সরকার (Madhumita Sircar) এবং সোহম মজুমদার (Soham Majumdar)। । রাহুল মুখোপাধ্যায়ের (Rahool mukherjee) পরিচালনায় টলিউডের নতুন জুটি, আর ক'দিনের মধ্যেই নতুন ছবি 'দিলখুশ' এর শুটিং শুরু। প্রযোজনায় এসভিএফ (SVF)।
সদ্য মুক্তি পেয়েছে পরিচালকের প্রথম ছবি ‘কিশমিশ (Kishmish)।’ 'দিলখুশ' (Dilkhush) একটু অন্যরকম প্রেমের গল্প।
Neetishastra: ইমন, সুদীপ্তা, বিদিপ্তা...টলিপাড়ার একগুচ্ছ চেনা মুখ জড়িয়ে পড়ছেন রহস্যে, কী ব্যাপার?
ধুমধাম করে হয়ে গেল ছবির শুভ মহরৎ। ছবিতে অভিনয় করবেন মধুমিতা সরকার, পরাণ বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনন্যা সেন, সোহম মজুমদার, উজান চট্টোপাধ্যায়, অঞ্জনা বসুরা।
অন্যান্য প্রেমের ছবির থেকে 'দিলখুশ' একটু আলাদা। আটটি চরিত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রেম খুঁজে পায়।সেই নিয়েই গল্প। 'দিলখুশ'-র সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন মধুরা পালিত। সঙ্গীত পরিচালনা করছেন নীলায়ন চট্টোপাধ্যায়।