বুধবার প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দের (Dipankar De) বড় মেয়ে। বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মেয়ে বৈশালী কুরিয়াকোস।
কিডনি এবং হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বৈশালী। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।
Rituparno Ghosh: আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, বেঁচে থাকলে ষাট পুর্ণ করতেন আজ
কন্যা শোকে মুহ্যমান বাংলার প্রবিণ অভিনেতা। এই সময় তাঁর পাশে আছেন বর্তমান স্ত্রী দোলন রায়। বছর কয়েক আগেই দোলন রায়ের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেতা।