বিগত বেশ কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিল হইচই-এর 'ডাকঘর' সিরিজটি। নানা জল্পনার পর অবশেষে মুখ খুললেন পরিচালক অভিষেক সাহা।
বিতর্কের সূত্রপাত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর পোসট করা একটি পোস্ট থেকে, যেখান থেকে প্রথম জানা যায় ডাকঘর-এর বেশ অনেকটা অংশ পরিচালনা করেছেন অভিনেত্রীর স্বামী তথা পরিচালক অভিষেক সাহা। সেই অংশই সিরিজে থাকার পরেও নেম কার্ডে নামের উল্লেখ নেই। পরিচালকের ডিওপিও বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ সামনে আনেন। অবশেষে একটি ফেসবুক অভিষেক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে লম্বা পোস্ট করেছেন।
অভিষেক জানিয়েছেন দামোদরের চরিত্রে প্রযোজকরা তারকা অভিনেতা চাইলেও তিনিই সুহত্রকে নেওয়ার পক্ষপাতী ছিলেন। কাজ অসম্পূর্ণ রেখে লন্ডন পেশাগত দায়বদ্ধতার জন্য যেতে হয়েছিল, স্পষ্ট করেছেন পরিচালক।
'ডাকঘর' সিরিজের ৭০-৮০ শতাংশ তাঁরই পরিচালিত, পরিচিতদের কাছ থেকে এমনটা কানে এসেছে অভিষেকের। অতএব, কাজ পছন্দ না হওয়ায় পরিচালক বদল করা হয়েছে, এমনটা বিশ্বাস করতে নারাজ অভিষেক।