গুরুতর আহত চিত্রপরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার 'বহুরূপী' ছবির শুটিং চলাকালীন কোমরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁকে হাসপতালে ভর্তি করা হয়েছে।
নন্দিতা রায় এবং শিবপ্রসাদের নতুন ছবি 'বহুরূপী'তে মুখ্য ভূমিকায় আছেন আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। শিবপ্রসাদ নিজেও ছবিতে অভিনয় করছেন। শুটিং চলছে ব্যারাকপুরে৷ একটি অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার দৃশ্যে কোমরে চোট পান শিবপ্রসাদ।
West Bengal Weather Update: হিটওয়েভ জারি, তবে বৃষ্টি খুব দূরে নয়, কী বলল আবহাওয়া দফতর?
শিবপ্রসাদ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও শুটিং বন্ধ হয়নি৷ আগামী পুজোয় মুক্তি পাওয়ার কথা বহুরুপীর।