পরিচালক অনীক দত্তর 'অপরাজিত' ঝড় তুলে দিয়োছিল টলিউডে। দারুণ সাফল্যের পর এবার নতুন ছবিতে হাত দিয়েছেন পরিচালক৷ ছবির নাম 'যত কাণ্ড কলকাতাতে'। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। কিন্তু গোল বাঁধিয়েছে পরিচালকের শরীর৷ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি৷ বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঘরবন্দি অবস্থায়। শুটিং চলছে৷ কিন্তু ফ্লোরে যেতে পারছেন না পরিচালক।
দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা আছে অনীকের৷ সম্প্রতি শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি৷ সমস্যা আরও বেড়েছে, কারণ যে চিকিৎসক অনীকের চিকিৎসা করেন, তিনিও এখন শহরে নেই৷ কাজেই বিশ্রাম নেওয়া ছাড়া উপায়ও নেই।
Bhoot Chaturdashi: কালীপুজোর প্রাক্কালে অতীতকে স্মরণ, দেশজুড়ে ভূত চতুর্দশীর প্রস্তুতি
শুটিং চলছে, অথচ তিনি ফ্লোরে থাকতে পারছেন না৷ স্বাভাবিকভাবেই মন ভালো নেই অনীকের। কিন্তু কিছু তো করারও নেই৷ আপাতত সেরে ওঠার অপেক্ষা।