হাসপাতাল থেকে ছুটি হয়েছে, কিন্তু শরীর এখনও আগের মতো চাঙ্গা হয়নি পরিচালক অনীক দত্তের, নিজেই ফেসবুকে পোস্ট করে সে কথা জানিয়েছেন পরিচালক অনীক দত্ত।
শ্বাসকষ্টের গুরুতর সমস্যা নিয়ে দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। গত সোমবার হাসপাতাল থেকে বাড়িতে এসেছেন। দীর্ঘদিন ধরে সিওপিডি-র সমস্যায় ভুগছেন অনীক, হাসপাতালেও অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।
বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করেছেন পরিচালক। সেখানে লিখেছেন বাড়ি ফিরেছেন , কিন্তু এখনও আগের মতো স্বাভাবিক অবস্থায় আসেনি তাঁর শরীর।