ওয়েব সিরিজে ফেলুদা। এবার ফেলুদার (Feluda) ভূমিকায় ফের একবার দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)। অরিন্দম শীলের (Arindam sil) পরিচালনায় জি ফাইভ (Zee5) ওটিটিতে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। সত্যজিৎ রায়ের 'গ্যাংটকে গণ্ডগোল' অবলম্বনে এই গল্প। গল্পের নাম 'সাবাশ ফেলুদা।'
শনিবার সোশ্যাল মিডিয়ায় সাবাশ ফেলুদার অফিসিয়াল পোস্টারটি প্রকাশ্যে আনেন অভিনেতা পরম্ব্রত চট্টোপাধ্যায়। ফেলুদার ভূমিকায় পরম্ব্রত ছাড়াও এই সিরিজে তোপসের চরিত্রে দেখা যাবে রিতব্রত মুখোপাধ্যায়কে। গল্পে রয়েছেন ঋত্বিক চক্রবর্তীও। চরিত্র শশধর বসুর। নিশিকান্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ। সৌরশেনী মৈত্রকে দেখা যাবে মহিলা চরিত্রে। অরিন্দম শীলের পরিচালনায় ব্যোমকেশ সিরিজ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এই প্রথমবার ফেলুদা-কে নিয়ে কোনও কাজ করছেন তিনি।
আরও পড়ুন- শেষ হচ্ছে 'রান্নাঘর', শুটিং হয়ে গেল অন্তিম পর্বের, বিহাইন্ড দ্য সিনের ভিডিও শেয়ার সুদীপার
নতুন বছরে নতুন ভাবনা নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ। যেখানে বহু বাংলা ছবির ডিজিটাল প্রিমিয়ার, স্ট্রিমিং এবং অরিজিনাল ছবি দেখানো হবে। এই জার্নির নাম দেওয়া হয়েছে 'এরপর কী'? টলিউডের অধিকাংশ কলাকুশলী এই জার্নিতে সামিল হয়েছেন। এই 'এরপর কী'? জার্নির একটি অংশ পরম্ব্রত চট্টোপাধ্যায় অভিনীত 'সাবাশ ফেলুদা।'