অসুস্থ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সময় নষ্ট না করে তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন পরিচালক। হাসপাতালে ভর্তির পরই তাঁর এনজিয়োগ্রাফি করানো হয়। সেখানেই তাঁর হৃদরোগের সমস্যা ধরা পড়ে। এরপরই তাঁর হৃদযন্ত্রে এনজিয়োপ্লাস্টি করে দুটি স্টেন বসানো হয়। আপাতত বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন পরিচালক। সূত্রের খবর, এনজিয়োপ্লাস্টির পর স্থিতিশীল রয়েছেন পরিচালক। উল্লেখ্য, বছর পাঁচেক আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
রবিনসন কাণ্ড নিয়ে ডকুসিরিজ তৈরি করছেন পরিচালক। এই ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার বুকে ব্যথা অনুভব করেন পরিচালক। এরপরই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে এবং তড়িঘড়ি এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দুটি স্টেন বসায় আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে পরিচালককে।