পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় মানেই একটু অন্য ধাঁচের ছবি। বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে একের পর এক ছক ভাঙা সিনেমা উপহার দেওয়া পরিচালকের পরবর্তী ছবি কী? দীর্ঘ হেঁয়ালির শেষে আজ খোলসা করে জানালেন পরিচালক নিজেই। সুরিন্দর ফিল্মস এর প্রযোজনায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরের ছবি কাবেরী অন্তর্ধান রহস্য। আগামী বছর ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অম্বরীশ ভট্টাচার্য, এবং স্বয়ং ইন্ডাস্ট্রি, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ছবিতে। টলিপাড়ার সব পাওয়ার হাউজরা একসঙ্গে এক ছবিতে। দর্শকের প্রত্যাশা তো বাড়বেই।